by Team CAPS, 0 Comments
পরিবেশদূষণ, ভূমিকম্পসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত ঢাকায় আরো একটি সমস্যায় ভুগতে হচ্ছে নগরবাসীকে, যা দিন দিন প্রকট আকার ধারণ করছে। এ সমস্যার নাম জলাবদ্ধতা। জনসংখ্যা দ্রুত বৃদ্ধি, অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড, প্রাকৃতিক সম্পদের অপব্যবহার এবং জলনির্গমন প্রক্রিয়ার শোচনীয় অবস্থাই জলাবদ্ধতার প্রধান কারণ। বর্ষাকালে রাজধানীতে অল্প বৃষ্টিতেই পানি জমে যাচ্ছে এবং দীর্ঘ সময় তা জমে থাকে।
ফুটপাত, রাস্তা সর্বত্র পানিতে একাকার হয়ে যায় এবং চলাচলে বিঘ্ন ঘটে। রাস্তায় গাড়িগুলোকে দেখলে মনে হয় রীতিমতো সাঁতার কাটছে। জলাবদ্ধতার সময় সৃষ্ট যানজট নগরবাসীকে পৌঁছে দেয় ভোগান্তির চরমে। অতীতে দুই-তিন দিন টানা বৃষ্টি হলেও পানি জমত না। এখন অল্প কিছু বৃষ্টিতেই শহরের বেশির ভাগ এলাকা তলিয়ে যাচ্ছে। নিচু এলাকাগুলোতে ঘরবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ছে। পুরো একটি বিভাগ রয়েছে, যাদের কাজ শুধু ড্রেন প্রতিনিয়ত পরিষ্কার রাখা। আমরা মনে করি, জলাবদ্ধতা সংকট নিরসনে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে। অবৈধ সব স্থাপনা অপসারণ করলে পানি নিষ্কাশন দ্রুত ও সহজ হবে। নালা ও খালের ভেতর থাকা সেবা সংস্থার পাইপলাইন সরিয়ে নিতে হবে। শুধু একে অন্যের দোষারোপ করে, দায়িত্ব চাপিয়ে এই সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়। সর্বোপরি জলাবদ্ধতার কারণ চিহ্নিত করে তা বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে কি না সেদিকে কঠোর দৃষ্টি দিতে হবে।