পৃথিবীর প্রতিটি প্রাণীর জন্য বৃষ্টিপাত খুবই গুরুত্বপূর্ণ, যদিও পৃথিবীর তিন-চতুর্থাংশ ভূপৃষ্ঠের পানি দিয়ে আবৃত। পৃথিবীর মোট পানির প্রায় ৯৭ ভাগ সমুদ্রের পানি, যা আমরা সরাসরি পান করতে, কৃষি কাজ কিংবা গৃহস্থালি কাজে ব্যবহার করতে পারি না। তাই নিরাপদ পানির অন্যতম উৎস বৃষ্টির পানি। এ কারণেই বৃষ্টির পানি ভূপৃষ্ঠস্থ, ভূগর্ভস্থ ও জলজ প্রাণীর প্রাণ বাঁচিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পৃথিবীর প্রতি এর বাসিন্দাদের ভালোবাসা প্রকাশ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস। মার্কিন সিনেটর গেলর্ড নেলসনের হাত ধরে ১৯৭০ সালে ধরিত্রী দিবসের প্রচলন। আমেরিকার সানফ্রান্সিসকো শহরে ২২ এপ্রিল প্রথম ধরিত্রী দিবস পালিত হয়। জাতিসংঘ ১৯৯০ সালে সংস্থাটির বর্ষপঞ্জিতে এ দিবসকে স্থান দেয়। প্রায় সাড়ে চার কোটি বছর বয়সী এ পৃথিবী মানুষের বসবাসের একমাত্র ঠিকানা।
‘ইন্টারন্যাশনাল কাউন্সিল ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস (ICOMOS)’ ১৯৮২ সালে তিউনিশিয়ায় একটি আলোচনা সভায় ১৮ এপ্রিলকে ‘ইন্টারন্যাশনাল ডে ফর মনুমেন্টস অ্যান্ড সাইটস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। পরবর্তী সময়ে ১৯৮৩ সালে দিনটি ‘বিশ্ব ঐতিহ্য দিবস’ হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি পায়। ২০০৯ সাল পর্যন্ত বাংলাদেশের ৩টি স্থানকে বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে ঘোষণা করা হয়েছে। ঐতিহ্যস্থলগুলো হচ্ছে- নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার (আদি নাম সোমপুর মহাবিহার), বাগেরহাটের মসজিদ শহর এবং সুন্দরবন।