by Team CAPS, 0 Comments
পৃথিবীর প্রতি এর বাসিন্দাদের ভালোবাসা প্রকাশ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয় বিশ্ব ধরিত্রী দিবস। মার্কিন সিনেটর গেলর্ড নেলসনের হাত ধরে ১৯৭০ সালে ধরিত্রী দিবসের প্রচলন। আমেরিকার সানফ্রান্সিসকো শহরে ২২ এপ্রিল প্রথম ধরিত্রী দিবস পালিত হয়। জাতিসংঘ ১৯৯০ সালে সংস্থাটির বর্ষপঞ্জিতে এ দিবসকে স্থান দেয়। প্রায় সাড়ে চার কোটি বছর বয়সী এ পৃথিবী মানুষের বসবাসের একমাত্র ঠিকানা। পরিবেশগত সমস্যার সমাধানকে গুরুত্ব দিয়ে এ বছর ধরিত্রী দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘প্লাস্টিক দূষণের সমাপ্তি’। বিভিন্ন দেশে দিবসটি বিভিন্নভাবে পালন করা হয়।