ঈদের ছুটিতে রাজধানী ঢাকায় বায়ু দূষণ কমলেও শনিবার (৭ মে) আবারও তা বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক বায়ুর মান যাচাই-বিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘এয়ার ভিজুয়াল ইনডেক্স’ এর মাত্রা অনুযায়ী, ঢাকায় ৩ মে ঈদের দিন যেখানে বায়ু দূষণের মাত্রা ছিল গড়ে ২১ থেকে ৪৫ একিউআই, সেখানে শনিবার তা বেড়ে দাঁড়িয়েছে ১২৯।
by Team CAPS, 0 Comments
২০১৮ সালে আমাদের এই প্রাণের শহর ঢাকাকে বসবাস অযোগ্য ঘোষণা করেছে যুক্তরাজ্যভিত্তিক ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট। আর এই বসবাস অযোগ্য হওয়ার একটি অন্যতম কারণ ঢাকার পরিবেশ। ঢাকার পরিবেশ দিনে দিনে আরও খারাপ হয়ে যাচ্ছে। পরিবেশের সবচেয়ে মূল্যবান উপাদানটি হলো বায়ু। ওই উপাদান ছাড়া আমরা বেঁচে থাকার কথা চিন্তাও করতে পারি না। এ উপাদানটি আমাদের অসচেতনার কারণে অনেক ক্ষতিগ্রস্ত। সবাই জেনেও এমনসব কর্মকা-ে লিপ্ত হয়ে যাচ্ছি- যার কারণে বায়ুদূষণের পরিমাণ যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি দূষণের ফলে আমাদের ভোগান্তির পরিমাণও বেড়ে যাচ্ছে।